নাগরিক সেবা প্রদানের তালিকা
1। জন্ম ও মৃত্যু নিবন্ধন।
2| অনলাইনে ই- নামজারি ও জমির খতিয়ান প্রদান ।
3। অনলাইনে পাসপোর্ট এর আবেদন ও টাকা প্রদান ।
৪। অনলাইনে হজ্ব নিবন্ধন।
৫। বিভিন্ন দেশের ভিসা প্রসেসিং ও ভিসা চেকিং।
৬। পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন ও টাকা প্রদান।
৭। বিভিন্ন চাকুরীর আবেদন ও পরিক্ষার ফলাফল প্রকাশ।
৮।স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন।
৯। বিভিন্ন ডাটা এন্টি (সরকারি ও বেসরকারি।
১০। কম্পিউটার প্রশিক্ষণ প্রদান (৩-৬ মাস মেয়াদী)
১১। কম্পিউটার কম্পোস স্ক্যান ও পটোকপি।
১২। ছবি তোলা ও লেমোনেটিং করা হয় ।
১৩ ই- মেইল ইন্টারনেট, কালার পিন্টার ।
১৪। ভেন্ডারী স্ট্যাম্প প্রদান।
১৫। বিভিন্ন সরকারি ও বেসরকারি ফরম পূরণ।
১৬। বিভিন্ন ভাতাভোগীর আবেদন।
১৭। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য প্রভূতি সেবা প্রদান।
১৮। কম্পিউটার, মনিটর ও ল্যাপটপ বিক্রয় হয়।
১৯। বিভিন্ন প্রকার প্রত্যয়ন, স্থায়ী বাসিন্দা প্রত্যয়ন, ওয়ারিশন সনদ, নাগরিক সনদ, দ্বৈত নামের প্রত্যয়ন ,চাকরি জন্য সকল প্রত্যয়ন ও চারিত্রিক সনদ পত্র ইত্যাদি।
২০। কম্পিউটার কেম্পোস এর মাধ্যমে ( অনলাইন ও অফরাইনে ) ইউনিয়ন পরিষদের সেবামূলক কাজ ডিজিটাল সেন্টার থেকে প্রদান করা হয়।
২১। ট্রেড লাইসেন্স প্রদান।
২২। ইমারত নির্মাণ পরিকল্পনা অনমোদন।
২৩। টিউটোরিয়াল স্কুল এর নিবন্ধন করণ।
২৪। গ্রাম আদালতের অভিযোগ গ্রহণ
২৫। তথ্য অধিকার আইন অনুযায়ী তথ্য প্রদান।
২৬। হোল্ডিং ট্যাক্স আদয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস