ধামইরহাট উপজলার দুইটি ইউনিয়ন আত্রাই নদী দ্বারা উপজেলা সদরদপ্তর থেকে বিচ্ছিন্ন ছিল। নির্মানধীন শিমুলতলী
সেতু নির্মানের ফলে এই দুইটি ইউনিয়নের সংগে উপজেলার সড়ক পথে দূরত্ব প্রায় ৫০ কিলোমিটার কমবে। আগ্রাদ্বিগুন এবং খেলনা ইউনিয়নের সকল কার্যক্রমে গতিশীলতা আসবে। সেইসাথে ইউনিয়ন ২টির সংগে উপজেলা হেডকোয়ার্টারের সেতু বন্ধন রচিত হবে। মাননিয় প্রধান মন্ত্রী গত ০৫/১১/২০১৩ ইং তারিখে ব্রীজ চালুকরেন।